কাগজ তৈরির প্রধান উপাদান কি?
উত্তরঃ বাঁশ, বেত, কাঠ ও সবুজ পাট।
সবুজ পাট থেকে মন্ড তৈরি করা শুরু হয় কত সালে?
উত্তরঃ ১০ নভেম্বর, ১৯৯৪ সালে।
বাংলাদেশের সর্ববৃহৎ কাগজের কল কোনটি?
উত্তরঃ খুলনা নিউজপ্রিন্ট মিল।
খুলনা নিউজপ্রিন্ট মিল কত সালে স্থাপিত হয়?
উত্তরঃ ১৯৫৯ সালে।
খুলনা নিউজপ্রিন্ট মিল কত সালে বন্ধ করা হয়?
উত্তরঃ ৩০ নভেম্বর, ২০০২।
খুলনা নিউজপ্রিন্ট মিলের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হতো কোন গাছের কাঠ?
উত্তরঃ সুন্দরবনের গেওয়া গাছের কাঠ।
উত্তরবঙ্গ কাগজ মিলের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়?
উত্তরঃ আখের ছোবলা।
নর্থবেঙ্গল পেপার মিল কত সালে স্থাপিত হয়?
উত্তরঃ ১৯৬৯ সালে।
BCIC এর নিয়ন্ত্রণাধীন একমাত্র কাগজ কল কোনটি?
উত্তরঃ কর্ণফুলী পেপার্স মিলস লিমিটেড।
কর্ণফুলী পেপার্স মিলস কোথায় অবস্থিত?
উত্তরঃ চন্দ্রঘোনা, রাঙামাটি।
কর্ণফুলী পেপার্স মিলস কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৩ সালে।
স্বাধীনতার পর রাষ্ট্রীয় উদ্দ্যোগে প্রতিষ্ঠিত একমাত্র পাটকল কোনটি?
উত্তরঃ সিলেট পাল্প অ্যান্ড পেপার মিল।
খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেড কত সালে স্থাপিত হয়?
উত্তরঃ ১৯৬৫ সালে।
বাংলাদেশে সবুজ পাট দিয়ে জিপসাম বোর্ড উৎপাদন শুরু হয় কত সালে?
উত্তরঃ ১৩ নভেম্বর, ১৯৯৪ সালে।
বাংলাদেশে কাগজকল কয়টি?
উত্তরঃ ৭ টি। এরমধ্যে বেসরকারি পর্যায়ে রয়েছে ৫ টি ও সরকারি ২ টি।
বাংলাদেশে সরকারি কাগজকল কয়টি?
উত্তরঃ ২ টি।
বাংলাদেশে মোট কাগজ ও বোর্ড কারখানার সংখ্যা কত?
উত্তরঃ ১১ টি।
Friday, December 11, 2020
Subscribe to:
Post Comments (Atom)
নতুন সংযুক্তি
ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা - Business Ethics and Social Responsiveness
মূল্যবোধ কাকে বলে? উওর: কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকে মূল্যবোধ বলে। নৈতিকতা কাকে...

No comments:
Post a Comment